ভোক্তাকন্ঠ ডেস্ক: ঘন কুয়াশার কারণে সাড়ে ৪ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে এলে শুক্রবার (২৪ ডিসেম্বর) সকাল ৭টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। তবে দৌলতদিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন।
শুক্রবার সকাল ৮টায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক জামাল হোসেন ফেরি চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
জামাল হোসেন বলেন, মধ্যরাতের দিকে হঠাৎ কুয়াশার পরিমাণ বেড়ে যায়। এ সময় ফগলাইট দিয়েও সামনে কিছু দেখা যাচ্ছিল না।তাই নৌদুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকালে কুয়াশার পরিমাণ কমে এলে ৭টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
এদিকে ৪ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের চার কিলোমিটার এলাকায় ছয় শতাধিক দূরপাল্লার নৈশ কোচ, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে। এছাড়া ঘাট থেকে সাড়ে ১৩ কিলোমিটার পেছনে গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ীর দিকে আরও দুই কিলোমিটার এলাকায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যানকে আটকে থাকতে দেখা গেছে। আটকে থাকা এসব ট্রাক ১৬-১৮ ঘণ্টা ঘাট এলাকায় অপেক্ষা করছে বলে জানা গেছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক জামাল হোসেন বলেন, ফেরি কম। আবার এখন কুয়াশার কারণে দীর্ঘ সময় ধরে ফেরি বন্ধ থাকছে। ফলে দৌলতদিয়া ঘাট এলাকায় গাড়ির চাপে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। সাড় ৪ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে এ রুটে ১৫টি ফেরি চলাচল করছে।