ভোক্তাকণ্ঠ ডেস্ক: নওগাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণ, তৈরি ও মূল্য তালিকা না থাকায় দুই প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার বিকেলে পৌর শহরের বাটার মোড় ও কাঁচা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শামীম হোসেন।
তিনি বলেন, নওগাঁ শহরের বাটার মোড় এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণ, তৈরি ও মেয়াদোত্তীর্ণ দই সংরক্ষণে অপরাধে নিউ হক মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা এবং শহরের কাজীর মোড় এলাকায় মদিনা চাল ঘরকে মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।