ভোক্তাকণ্ঠ ডেস্ক: নওগাঁর মহাদেবপুরে বিভিন্ন অপরাধে চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার বিকেলে উপজেলার মাতাজিহাট এলাকায় অভিযান চালিয়ে জরিমানা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রুবেল আহমেদ।
তিনি জানান, বেশি দামে পণ্য বিক্রি ও ভেজাল পণ্য বিক্রির অপরাধে আর্শিবাদ ভ্যারাইটিজ স্টোরকে চার হাজার টাকা, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ও খাবারে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণের দায়ে শুভজিৎ হোটেলকে তিন হাজার, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় বেলাল স্টোরকে এক হাজার ও পণ্যে মোড়ক ব্যবহার না করায় আকাশ কসমেটিকসকে ৫০০ টাকাসহ মোট সাড়ে আট হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে মাতাজিহাট পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।