মোঃ আহসান উল হক তুহিন: ‘ফাস্ট একশন’ ডিটারজেন্ট পাউডারের প্রস্তুতকারকের ঠিকানা ওসমানী গ্ৰুপ কোম্পানি লিমিটেড, ডেমরা, ঢাকা। কিন্তু বাস্তবে তৈরি হচ্ছে রংপুরের পীরগঞ্জের চতরা ইউনিয়নের গোবিন্দপাড়া এলাকায় মামুনুর রশিদের বসতবাড়িতে।
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার দুপুর দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীন সেখানে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পান।
সেখানে ওই প্রতিষ্ঠানের মালিকের কাছে এ ধরনের পণ্য প্রস্তুতের প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়নি। পরে সহকারী পরিচালক ভোক্তা অধিকার আইনের ৪৪ ধারায় দোষী ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। একইসঙ্গে সমস্ত মালামাল জব্দ করে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থানীয় পীরগঞ্জ থানা হেফাজতে দেন। এ সময় তিনি বাজার থেকে সকল পণ্য অতিসত্বর প্রত্যাহারের নির্দেশ দেন।
অভিযানে ক্যাব রংপুর ও পীরগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।