ভোক্তাকণ্ঠ ডেস্ক: নকল পণ্য উৎপাদন ও বিপণন করার অভিযোগে গাইবান্ধায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটিকে সাময়িক সিলগালা করা হয়েছে।
বুধবার দুপুরে পৌর শহরের কুটিপাড়া এলাকার মিতালীর বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস ছালাম।
তিনি বলেন, নকল পণ্য উৎপাদন ও বিপণন করার অভিযোগের ভিত্তিতে নিউ বিসমিল্লাহ ফুড নামের একটি কারখানায় অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন কোম্পানির মোড়ক ব্যবহার করে ভোক্তাদের প্রতারিত করার দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে প্রতিষ্ঠানটিকে সাময়িক সিলগালা করা হয়েছে। পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত কারখানা বন্ধ থাকবে।
এ অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. শাহ মোয়াজ্জেম হোসেন, সদর থানা ও জেলা পুলিশের একটি দল।