ভোক্তাকণ্ঠ ডেস্ক: চুয়াডাঙ্গায় নকল প্রসাধনী মজুদ ও বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে সদর উপজেলার দৌলতদিয়াড় গ্রামের ফায়ার সার্ভিসপাড়ায় যৌথ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)।
এ সময় লক্ষাধিক টাকার নকল প্রসাধনী ধ্বংস করা হয়েছে।
ভোক্তা অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, দীর্ঘদিন ধরে গোপনে সরকারি অনুমোদনহীন নিম্নমানের বিদেশি বিভিন্ন প্রসাধনী মজুদ ও বিক্রি করে আসছিলেন দৌলতদিয়াড় ফায়ার সার্ভিসপাড়ার মিনহাজুল আবেদীন টোটন। খবর পেয়ে সোমবার দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহযোগিতায় সেখানে অভিযান চালানো হয়। এ সময় তার গুদাম থেকে বিপুল নকল প্রসাধনী জব্দ করা হয়। পরে নকল প্রসাধনী মজুদ ও বিক্রির অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকারও নির্দেশ দেওয়া হয়।