মোঃ আহসান উল হক তুহিন: রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি বাজারে তদারকি চলাকালে “আবদুল্লাহ ইলেকট্রনিক্স” ও “সুমন ট্রেডার্স” নামক দুটি প্রতিষ্ঠানে ব্যাপক পরিমাণে নকল বৈদ্যুতিক তার এবং লাইট উদ্ধার করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর জেলা ও বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা বৃন্দ।
এ সময় ওই প্রতিষ্ঠান দুটিকে ভোক্তা অধিকার আইনের ৩৭ ও ৪০ ধারায় ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করেন তারা।
তদারকি চলাকালে প্রথমোক্ত প্রতিষ্ঠানে ROOT নামক এনার্জি সেভিং লাইটের প্যাকেটের গায়ে ২৮০ টাকা এমআরপি দেয়া থাকলেও তার উপর ৩৮৫ টাকার টেম্পাররিং করে বিক্রি করে আসছিল।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর জেলা ও বিভাগীয় কার্যালয়ের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় নিয়মিত অভিযান পরিচালনা কালে বৈদ্যুতিক পণ্যে এরূপ প্রতারণা ধরা পড়ে।
অভিযানে ওই একই এলাকায় অবস্থিত “তৃপ্তি বেকারি”তে সীমাহীন অনিয়মের কারণে ভোক্তা অধিকার আইনের ৪৩ ধারায় ২০ হাজার টাকা আর্থিক জরিমানা করেন তারা।
পুরো অভিযানে নেতৃত্ব দেন ওই দপ্তরের উপ-পরিচালক (সিনিয়র সহকারী সচিব) মোঃ আজাহারুল ইসলাম।
সহায়ক দায়িত্বে ছিলেন সহকারী পরিচালক জনাব মোঃ বোরহান উদ্দিন এবং সহকারী পরিচালক জনাব আফসানা পারভীন।
অভিযানে সহায়তা করে মিঠাপুকুর উপজেলার পুলিশ প্রশাসন এবং মিঠাপুকুর ব্যবসায়ী সমিতি।