ভোক্তাকণ্ঠ ডেস্ক: পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা ও স্কুলের এক কিলোমিটারের মধ্যে ভাটা স্থাপন করার অপরাধে নাটোর সদর উপজেলার পাঁচ ইটভাটাকে ১৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার এ জরিমানা করেন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নাটোর সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে জেলা পরিবেশ অধিদপ্তর।
এ সময় ইটভাটা স্থাপন ও নিয়ন্ত্রণ আইনে সদর উপজেলার সেনভাগ ঘোষপাড়ায় বিটিবি ইটভাটাকে ৩ লাখ টাকা, পন্ডিতগ্রাম এলাকায় স্থানীয় স্কুলের এক কিলোমিটারের মধ্যে স্থাপন করায় সিএইচএন ইটভাটাকে ৪ লাখ টাকা, এনকেসি ইটভাটাকে ৪ লাখ টাকা, এসিএইচ ইটভাটাকে ৪ লাখ টাকা এবং আরবিআরকে ৪ লাখ টাকা টাকা জরিমানা করা হয়।