ভোক্তাকণ্ঠ ডেস্ক: নীলফামারীর সৈয়দপুরে খাদ্য প্রস্তুতকারী দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম।
তার সঙ্গে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আলতাফ হোসেন সরকার।
জানা যায়, অভিযানে শহরের কাজীপাড়ার আমান ফুড প্রডাক্টসে ভোক্তা-অধিকার আইন ২০০৯ অনুসারে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদনপত্র নবায়ন না থাকায় ও কাপড়ে দেওয়া ক্ষতিকর রং উৎপাদিত খাদ্যপণ্যে ব্যবহার করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, পশ্চিম পাটোয়ারিপাড়ার টপ লাচ্ছা ও সেমাই উৎপাদন কারখানায় বিএসটিআইসহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের অনুমোদন না থাকায় ১৫ হাজার টাকাসহ মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় প্রতিষ্ঠান দুটিতে উৎপাদিত খাদ্যপণ্য জব্দ করে ধ্বংস করা হয়।
অধিপ্তরের নীলফামারীর সহকারী পরিচালক শামসুল আলম বলেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।