ভোক্তাকণ্ঠ ডেস্ক: নড়াইলে বিভিন্ন অপরাধে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার সকাল ও দুপুরের দিকে কালিয়া উপজেলার চাচুড়ী বাজার ও নড়াগাতি বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রমাণিক।
অভিযানে মেসার্স অন্তিকা সুইটসকে দুই হাজার, মেসার্স নিশিকান্ত মিষ্টান্ন ভাণ্ডার দুই হাজার, মেসার্স উর্মি স্টোরকে এক হাজার, মেসার্স তৌহিদ ফল ভাণ্ডারকে ৫০০ টাকা, মেসার্স অনন্যা ফল ভাণ্ডারকে ৫০০ টাকা, মেসার্স নড়াইল ভাই ভাই বেকারিকে পাঁচ হাজারসহ মোট ১১ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। মূল্য তালিকা না থাকা, দাম বেশি রাখা ও নোংরা পরিবেশে পণ্য রাখায় দায়ে ওই ছয়টি প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।
সহকারী পরিচালক প্রণব কুমার প্রমাণিক বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে।
এ সময় জেলা পুলিশ সদস্যদের একটি তদারকি টিম অভিযানে অংশ নেয়।