ভোক্তাকণ্ঠ রিপোর্ট: পঞ্চগড়ে সুধীজনদের সঙ্গে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পঞ্চগড়ের ঐতিহ্যবাহী নজরুল পাঠাগারে ‘জ্বালানি রূপান্তর নীতি ও জ্বালানি সনদ চুক্তি’ বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে পঞ্চগড়ের সুধীজনদের মধ্যে স্থানীয় সাংবাদিক, শিক্ষক, সামাজিক আন্দোলনের নেতৃবৃন্দ, আইনজীবী, সংস্কৃতি কর্মীসহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
পঞ্চগড়ের বিশিষ্ট আইনজীবী ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জেলা আহ্বায়ক এডভোকেট এ. কে. এম আনোয়ারুল ইসলাম (খায়ের) এর সভাপতিত্বে এবং বিশিষ্ট সংস্কৃতি কর্মী সরকার হায়দারের সঞ্চালনায় সংলাপে জ্বালানি রূপান্তর নীতি, জ্বালানি সনদ চুক্তি, ভোক্তা অধিকার বিষয়ে বিষদ আলোচনা অনুষ্ঠিত হয়।
সংলাপে উপস্থিত ছিলেন পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, প্রথম আলোর পঞ্চগড় প্রতিনিধি রাজিউর রহমান রাজু, পপুলার প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মো. আবিদুল ইসলাম, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. রশিদুল হক, নতুন চাকলাহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হামিদুর রহমান সরকার, হাড়িভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসু কিবরিয়া প্রধান, ব্যারিষ্টার জমিরউদ্দিন সরকার ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক মো. আহসান হাবিব, আবেদা হাফিজ গার্লস স্কুল এন্ড কলেজের সিনিয়র লেকচারার এস এম হাসিবুল ইসলাম, শিক্ষক ও নাট্য কর্মী মো. রফিকুল ইসলাম, পাথর, বালি ব্যবসায়ী সমিতির সাজ্জাদ আলম ভুট্টো, সাংবাদিক মোস্তাক আহমেদ, বোদা মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. এমরান আল আমীন, ব্যারিষ্টার জমিরউদ্দিন সরকার ইন্সটিটিউটের সিনিয়র শিক্ষক আজহারুল ইসলাম জুয়েল, দেশ রূপান্তরের পঞ্চগড় প্রতিনিধি শহীদুল ইসলাম শহীদ, ময়দানদীঘি ডিগ্রী কলেজ, পঞ্চগড়ের সহকারী অধ্যাপক শেখ সাজ্জাদ হোসেন, সাংবাদিক মো. তোতা মিয়া, সমকাল ও ইন্ডিপেনডেন্ট টিভির পঞ্চগড় প্রতিনিধি সফিকুল আলম, মানবাধিকার কর্মী মো. শফিউল্লাহ রিপন, সাংবাদিক আছমা আক্তার অমি, ভাটাপুকুরি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র রায়, ডিবিসি নিউজের প্রতিনিধি আবু সালেহ মো. রায়হান, বোদা গ্রীন ভয়েসের সমন্বয়ক মোবাশ্বের করিম প্রধান, আরটিভির স্থানীয় প্রতিনিধি সাংবাদিক হারুন অর রশিদ, আইনজীবী মোস্তফা কামাল মিলন, আলেয়াধোয়া স্কুল এন্ড কলেজ, আটোয়ারির প্রভাষক সাজেদুল ইসলাম আকাশসহ স্থানীয় মকবুলার রহমান সরকারি কলেজের শিক্ষার্থীরা, স্থানীয় নাট্য সংগঠন ভূমিজের সদস্যবৃন্দ, গ্রীনভয়েস, পরিবেশ আন্দোলন(বাপা), পঞ্চগড়ের সদস্যবৃন্দ।
ভোক্তা অভিযোগ নিস্পত্তি জাতীয় কমিটি, ক্যাবের যুগ্ম সদস্য সচিব আলমগীর কবিরের সূচনা বক্তব্যের পর মুখ্য আলোচক প্রকৌশলী শুভ কিবরিয়া ক্যাব প্রস্তাবিত বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি-২০২২ ও জ্বালানি সনদ চুক্তি বিষয়ে আলোকপাত করেন। জ্বালানি রূপান্তর নীতির বাস্তবায়নে জ্বালানি সনদ চুক্তি কেন বড় বাধা সে বিষয়ে বিস্তারিত ব্যখ্যা দেন। ভোক্তাদের অধিকার রক্ষায় করণীয় সম্পর্কে ক্যাবের ভূমিকা ও কাজের বিস্তারিত বিবরণ দেন।
সংলাপে ভোক্তার অধিকার, জ্বালানি রূপান্তর, জ্বালানি সনদ চুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশ সুরক্ষা, ক্যাবের স্থানীয় সাংগঠিনক কর্মকাণ্ড ইত্যাদি বিষয়ে সুধীজনদের নানা প্রশ্নের উত্তর দেয়া হয়।
আলোচনা শেষে ‘ স্টুডেন্টস এনার্জি ট্রনিজিশন ফোরাম, ক্যাব’ স্থানীয় শাখা গঠনের বিষয়ে প্রাথমিক আলোচনা করা হয়।