ভোক্তাকণ্ঠ ডেস্ক: পঞ্চগড়ে বিভিন্ন অপরাধে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা শহরসহ ধাক্কামারা এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।
তিনি বলেন, অপরিচ্ছন্ন পরিবেশ খাবার রান্না করায় এবং ভাঙা প্লেটে তা পরিবেশ করায় ধাক্কামারা এলাকার নিরব ক্লাসিককে পাঁচ হাজার, বাসি খাবার পরিবেশন করায় তানভির রেস্টুরেন্টকে তিন হাজার ও আমদানিকারকবিহীন বিদেশি পণ্য রাখার দায়ে স্বদেশ সুপার শপকে পাঁচ হাজারসহ মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, একইসঙ্গে সবাইকে সচেতন করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।