ভোক্তাকণ্ঠ ডেস্ক: নাটোরের বাগাতিপাড়ায় পণ্যের মোড়ক যথাযথ ভাবে ব্যবহার না করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে মোট ছয় হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার সকালে উপজেলার দয়ারামপুর বাজারে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর।
তিনি বলেন, ওই বাজারের সৌরভ মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারী সুবোধ কুমার দত্তকে পণ্যের মোড়ক যথাযথ ভাবে ব্যবহার না করার অপরাধে দুই হাজার টাকা এবং একই বাজার এলাকায় অবস্থিত সূতি স্টোরের স্বত্বাধিকারী সুশান্তকে একই অপরাধে চার হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। পরে সেখানে জনসচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়।