ভোক্তাকণ্ঠ ডেস্ক: শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার পালং বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র এ অভিযান পরিচালনা করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনি ও জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল নোমান, পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন।
ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র জানান, গোপন তথ্যের ভিত্তিতে পালং বাজারে পলিথিন ব্যবসায়ী জাহাঙ্গীর শেখ ও তপন সাহার গোডাউনে অভিযান চালানো হয়। নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে দু’জনকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় তিন হাজার পলিথিনও জব্দ করা হয়।