ভোক্তাকণ্ঠ ডেস্ক: ফরিদপুর জেলা শহরের তিন প্রতিষ্ঠানকে মোট আট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফরিদপুর শহরের নিউমার্কেট, চকবাজার ও তিতুমীর বাজারে এ অভিযান চালানো হয়।
অভিযান বিভিন্ন অভিযোগে জেলা শহরের মক্কা ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা, গোপাল ট্রেডিংকে এক হাজার টাকা ও এম ডি ফল ভাণ্ডারকে দুই হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
একই সময় নিত্যপ্রয়োজনীয় পণ্য, ফলমূল ও ঈদ উপলক্ষে কাপড় চোপড়, কসমেটিক্সের মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংও করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুজ্জামান নেতৃত্বে অভিযানে জেলার সিনিয়র জেলা বিপণন কর্মকর্তা, বিএসটিআই কর্মকর্তা ছাড়াও সংশ্লিষ্ট বাজার কমিটির সভাপতি-সেক্রেটারিসহ বাজার কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুজ্জামান বলেন, অভিযান পরিচালনাকালে ঈদ উপলক্ষে কাপড় চোপড়ের দাম যাতে যৌক্তিক থাকে এবং নিত্যপণ্যের দাম সহনীয় মূল্যে বিক্রয় করা হয় সে বিষয়ে সকলকে অবহিত ও নির্দেশনা প্রদান করা হয়। এ সময় বেশ কিছু অভিযোগের ভিত্তিতে তিনটি প্রতিষ্ঠানকে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।