মোঃ আহসান উল হক তুহিন: ১৭ আগষ্ট বেলা সাড়ে বারোটার দিকে রংপুর মেডিকেল কলেজের পশ্চিম গেট সংলগ্ন বেশ কয়েকটি ঔষধ ও ফলের দোকানে তদারকিতে যায় বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এতে নেতৃত্ব দেন উপ-পরিচালক জনাব মোঃ জাহাঙ্গীর আলম তার সহায়তায় ছিলেন সহকারী পরিচালক জনাব মোঃ বোরহান উদ্দিন।
তদারকি চলাকালীন ঔষধের দোকান ফ্রিজ বন্ধ রেখে ঔষধ সংরক্ষণে অবহেলা ও ভোক্তা বৃন্দের সাথে প্রতারণা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ চলতি ঔষধের প্যাকেটে রেখে বিক্রির প্রস্তাব, ফলের দোকানে ভালো ফলের আড়ালে নষ্ট ফল বিক্রির চেষ্টা, আমদানি বহির্ভূত অলিভ অয়েল বিক্রির জন্য ডিসপ্লেতে প্রদর্শনের এর অপরাধে চারটি দোকানে সার্বিক বিবেচনায় ৭০০০ টাকা জরিমানা ও সতর্ক করেন তারা।
ঐ তদারকিতে সহায়তা করে CAB-রংপুর ও মেট্রো পলিটন পুলিশ ফোর্স এর একটি চৌকস দল।