ভোক্তাকণ্ঠ রিপোর্ট: ০৩ আগষ্ট বুধবার দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারির মাধ্যমে বিক্রির অপরাধে মিলন শেখ নামে একজন দোকানদারকে ২০,০০০ টাকা জরিমানা করেন ঐ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মমতাজ বেগম রুনি।
তথ্য সূত্রে জানা যায় যে, গোপন সংবাদের ভিত্তিতে ঐ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে অবস্থিত বিভিন্ন চা ও পান দোকানে প্রায় ঘন্টা খানেক অভিযান চালানোর পর মিলন চা ষ্টলের মালিক মিলন শেখ(৩৪) পিতা- মৃত রমজান শেখকে হাতে নাতে আটক করে অভিযান দল।
নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের বাজার মনিটরিং টিম ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে হাজির হলে মিলন নামে ওই ব্যক্তির কাছে ৪ জুলাই তারিখের ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের বিরামপুর টু ঢাকা রুটের ৬ টি টিকেট উদ্ধার করেন তারা। এ সময় অপরাধী কে নগদ ২০ হাজার টাকা আর্থিক জরিমানা সহ সতর্ক করে দেন সহকারী পরিচালক জনাব মমতাজ বেগম রুনি। ঐ অভিযানে সহায়তা করে RAB-১৩ এবং CAB দিনাজপুর।
ভোক্তার অধিকার রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উপস্থিত সাংবাদিক ও ভোক্তা সাধারণ কে জানান।