ভোক্তাকণ্ঠ রিপোর্ট: ভোক্তা অধিদপ্তরের নিয়মিত অভিযানে ৭ই মার্চ মঙ্গলবার সকালে রংপুরের হারাগাছ মেট্রোপলিটন থানা এলাকায় অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়।
অভিযানে একটি মনোহরী দোকান, দুটি হোটেল এবং একটি ফার্মেসিতে নিম্নমানের সরিষার তেল, মেয়াদ উত্তীর্ণ পণ্য, নিষিদ্ধ উপকরণের প্রস্তুত কৃত খাদ্যে ব্যবহার সহ বিভিন্ন ধরনের অপরাধে মোট সাড়ে ছয় হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।
তদারকি চলাকালে ‘মামনি’ ফার্মেসি তে প্রচুর পরিমাণে বিক্রয় নিষিদ্ধ ফ্রি স্যাম্পল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ ডিসপ্লেতে সাজিয়ে রাখা অবস্থায় পাওয়া যায়।
অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিচালক জনাব মোঃ আজহারুল ইসলাম এবং সহায়তাকারী কর্মকর্তা ছিলেন সহকারী পরিচালক জনাব মোঃ বোরহান উদ্দিন। অভিযানে সহায়তা করে ক্যাব রংপুর ও হারাগাছ মেট্রোপলিটন থানা পুলিশ।