ভোক্তাকণ্ঠ ডেস্ক: বরগুনা পৌরশহরে পাঁচ দোকানির ১১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে এ অভিযান পরিচালনা করেন বরগুনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস।
ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা যায়, রমজান ঘিরে বেশি লাভের আশায় কিছু অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও বিভিন্ন অনিয়ম করেন। এমন অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় তিন প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে বরগুনা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস বলেন, রমজান মাসকে কেন্দ্র করে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও ব্যবসায়ীদের বিভিন্ন অনিয়ম বন্ধ করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।