ভোক্তাকণ্ঠ ডেস্ক: বরিশালে ডিম ও মুরগির দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের বাজার মনিটরিং টিম।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বরিশাল নগরের বাজার রোডে এ অভিযান চালানো হয়।
ভোক্তা অধিদফতরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী বলেন, ডিম ও মুরগির দোকানগুলোতে মূল্যতালিকা হালনাগাদ এবং দর্শনীয় স্থানে টানায়নি। এছাড়া তারা সিন্ডিকেট করে ডিম ও পোল্ট্রি মুরগির দাম বাড়িয়ে বিক্রি করছে। এ অপরাধে চার দোকানীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।