ভোক্তাকণ্ঠ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুজর মো. ইজাজুল হক।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাদ্যদ্রব্য উৎপাদন, পরিমাপে কারচুপিসহ বিভিন্ন অপরাধে মায়ের দোয়া বেকারিকে ৫০ হাজার, বাপ্পি মিস্টান্ন ভান্ডারকে ৩০ হাজার, কমল ফল স্টোরকে পাঁচ হাজার, রাসেল ফল ভান্ডারকে পাঁচ হাজার, পাদ্রীশিবপুর বাণিজ্য ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক জানান, বিএসটিআই আইন-২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে পাঁচটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের সময় তার সঙ্গে ছিলেন বিএসটিআই’র পরিদর্শক মো. শহিদুল ইসলাম ও পরিদর্শক মোহসীন রাব্বানী।