ভোক্তাকণ্ঠ ডেস্ক: বাগেরহাটে গোডাউন থেকে সরকারি ২২২ বস্তায় রাখা চাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার চুলকাঠি বাজারে অভিযান চালিয়ে মক্কা অটো রাইস মিলসের গোডাউন থেকে চালের বস্তাগুলো জব্দ করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার মারজানা আক্তার ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এই চাল জব্দের আদেশ দেন।
এ সময় অবৈধভাবে লাইসেন্সবিহীন চাল ব্যবসা পরিচালনা করার অপরাধে মিল মালিক মোহাম্মাদ আলীর জামাতা ও মিলের তত্ত্বাবধায়ক আল মামুনকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ চালগুলো জেলা খাদ্যগুদামে পাঠানো হয়েছে।
এছাড়া, চালের মূল মালিক রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের সরকারি ডিলার মো. মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে নিয়মিত মামলার আদেশ দিয়েছেন এই আদালত।
এর আগেও সরকারি চাল অবৈধ ভাবে সংরক্ষণের অপরাধে আটক হয়েছিলেন মোস্তাফিজুর রহমান।
অভিযানের সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক এম এম তাহসিনুল হক, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনতোষ মজুমদার উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার মারজানা আক্তার বলেন, সরকারি বস্তায় চাল ভরে কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে মক্কা অটো রাইস মিলসের গোডাউনে মজুদ করা হয়েছিল। চালগুলো জেলা খাদ্যগুদামে পাঠানো হয়েছে। এছাড়া মিলের তত্ত্বাবধায়ক আল মামুনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।