ভোক্তাকণ্ঠ ডেস্ক: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সন্ধ্যায় উপজেলার বড়খাতা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজির হোসেন।
জানা গেছে, সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে অসাধু ব্যবসায়ীরা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করছেন- এমন খবরে বড়খাতা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও নাজির হোসেন। এ সময় অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ওই বাজারের রবিউল ইসলামকে ৫০ হাজার টাকা এবং বাবলা মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হুসাইন মোহাম্মদ এরশাদও অংশ নেন।
ইউএনও নাজির হোসেন বলেন, সারের কোন সংকট নেই। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।