মোঃ আহসান উল হক তুহিন: বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরীর সাহেবগঞ্জের অন্তর্গত সতবাজার এলাকার চান্দ কুঠি গ্ৰামে টানা আড়াই ঘণ্টা অভিযান চালিয়ে তিনটি লাচ্ছা সেমাই তৈরির খন্ড কালীন কারখানার সন্ধান পায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়।
এ অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিচালক জনাব মোঃ আজাহারুল ইসলাম (সিনিয়র সহকারী সচিব) । দাপ্তরিক ভাবে তাকে সহায়তা করেন সহকারী পরিচালক জনাব মোঃ বোরহান উদ্দিন ক্যাব রংপুর ও আনসারস। এর মধ্যে মা লাচ্ছা এবং হাসান লাচ্ছা সেমাই কারখানায় লাচ্ছা সেমাইয়ে নিষিদ্ধ রং ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার এর দায়ে নগদ অর্থ জরিমানা করেন তিনি।
অভিযান পরিচালনা কালে দেখা যায় যে ঐ গ্ৰামে প্রায় ঘরেই অত্যন্ত গোপনে তৈরি হচ্ছে নিম্নমানের রঙিন লাচ্ছা সেমাই। জানা গেল এ সব সেমাই সুন্দর প্যাকেটে মওড়ক জাত হয় ছড়িয়ে পড়ছে অন্যান্য জেলায়।
তবে অভিযানে নিশ্চিত হওয়া প্রথম প্রতিষ্ঠান টি বাইরে থেকে তালা ঝুলিয়ে পালিয়ে যায় মালিক।