ভোক্তাকণ্ঠ রিপোর্ট: ২৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর জেলা ও বিভাগীয় কার্যালয় রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীরহাটে অবস্থিত রিতা বেকারি, মাওয়া দই কারখানা, ভুট্টো মাংস ঘর এবং একটি কনফেকশনারিতে তদারকি অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন উপ-পরিচালক জনাব মোঃ আজাহারুল ইসলাম।
তদারকি চলাকালে একটি কনফেকশনারিতে প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়া গেলে সেখানে প্রশাসনিক ব্যবস্থায় ভোক্তা অধিকার আইনে তিন হাজার টাকা জরিমানা করা হয়। মাংসের দোকানে বাটখাড়ায় ওজন কম থাকায় এক হাজার, মাওয়া দই কারখানায় কাঁচা মাছ মাংস ও দই একই সাথে ফ্রিজে সংরক্ষণ করার দায়ে এক হাজার এবং রিতা বেকারিতে প্রচুর পরিমাণে নিষিদ্ধ রং ও রাসায়নিক উপাদান ব্যবহার ও মারাত্মক অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে পনেরো হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। রিতা বেকারিতে প্রচুর পরিমাণে রং ও রাসায়নিক উপাদান পাওয়া গেলে মনে হচ্ছিল যে সেটি বেকারি নয় যেন রসায়নাগার।
এ তদারকি অভিযানে সহায়তা করে ক্যাব রংপুর জেলা ও মিঠাপুকুর থানা।