ভোক্তাকণ্ঠ ডেস্ক: যশোরের বেনাপোল স্থলবন্দরে ঘোষণা বহির্ভূত ফল আমদানি করায় জরিমানাসহ অতিরিক্ত ৪৫ লাখ ৪৫ হাজার ৬৮৮ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার স্থলবন্দরের ৩১ নম্বর শেডে অভিযান চালিয়ে ১২ আমদানিকারকের কাছ থেকে এই জরিমানা আদায় করা হয়।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সদস্যদের গোপন তথ্যে এই অভিযান চালানো হয়।
আমদানিকৃত ফলের মধ্যে রয়েছে- আনার, আপেল, মাল্টা ও টমেটো। এসবের আমদানিকারক প্রতিষ্ঠান হচ্ছে- এনি এন্টারপ্রাইজ, হাসান হোসেন এন্টারপ্রাইজ, সাব্বির ট্রেড ইন্টার ন্যাশনাল, বিকে ফুড লি. ঢাকা, মেসার্স আল্লাহ দান ঢাকা, জেএইচ ট্রেড ইন্টারন্যাশনাল চাপাইনবাবগঞ্জ, আরাফাত ট্রেড ইন্টারন্যাশনাল, হাসান হোসেন ট্রেড ইন্টারন্যাশনাল, সোনালী ট্রেড ইন্টারন্যাশনাল, ফারিয়া ট্রেড ইন্টার ন্যাশনাল, আনাস ফুড ও গাজী ইন্টারন্যাশনাল।
আর এসব পণ্য খালাসের দায়িত্বে ছিল বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ড রয়েল এন্টারপ্রাইজ, মুক্তি এন্টারপ্রাইজ, জেরিন এন্টারপ্রাইজ এবং সোনালী এন্টারপ্রাইজ। এর মধ্যে ছয় প্রতিষ্ঠানের পণ্য খালাসের দায়িত্বে ছিল সরকারি শুল্ক ফাঁকিতে অভিযুক্ত বহুল আলোচিত রয়েল এন্টারপ্রাইজ।
এর আগে ওই শেড থেকে শুল্ক ফাঁকি দিয়ে আমদানিকৃত ৩৯টি পণ্য ট্রাক বোঝাই করে খালাস করে প্রতিষ্ঠানটি।
নাপোল কাষ্টমস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।