ভোক্তাকণ্ঠ ডেস্ক: লক্ষ্মীপুরের কমলনগরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় এক সার ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আতিক আহমেদ বলেন, উপজেলার হাজিরহাট বাজারের মেসার্স চৌধুরী ট্রেডার্সের মালিক সার ডিলার হাসান উল্যা সরকার নির্ধারিত মূল্য ২২ টাকার ইউরিয়া সার ২৫ টাকা এবং ২২ টাকার টিএসপি সার ২৫ থেকে ২৭ টাকা বিক্রি করেন। স্থানীয় কৃষক ভাসান চন্দ্র দাস, আবুল খায়ের ও মো. রাসেলের কাছ থেকে সারের দাম বেশি রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে কৃষকদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ কৃষকদের ফেরত দেওয়া হয়।
তিনি বলেন, কৃষির অন্যতম উপকরণ রাসায়নিক সার ন্যায্য মূল্যে কৃষকের কাছে নিশ্চিতকরণের লক্ষ্যে সারের সরবরাহ ও বিপণন কার্যক্রম তদারকি করা হচ্ছে।