ভোক্তাকণ্ঠ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালীতে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ১২ দোকানদারকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৯ আগস্ট) রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুন। অভিযানে মোট ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
ইউএনও মোহাম্মদ মামুন বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার মধ্যে সব মার্কেট ও দোকানপাট বন্ধ নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়েছে। অভিযানে উপজেলা সদরে একটি, গোমদণ্ডী ফুলতলায় দুটি, শাকপুরা চৌমুহনীতে তিনটি, পেতন শাহ্ আউলিয়ার মাজার এলাকায় পাঁচটি ও পূর্ব কালুরঘাট এলাকার একটি দোকান সরকারি নির্দেশনা অমান্য করে খোলা রাখায় জরিমানা করা হয়। একই সঙ্গে সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী ও সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।