ভোক্তাকণ্ঠ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় নয় জন ব্যবসায়ীকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভাঙ্গা সদর বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজেস্ট্রেট মো. মাহমুদুল হাসান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ খেজুর, শুকনো খাবার, ধার্য্য মূল্যের অতিরিক্ত দামে সয়াবিন তেল, চিনি, মসুর ডালসহ অন্যান্য পণ্য বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮, ৫১ ও ৫৩ ধারায় মোট নয়টি মামলায় মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজেস্ট্রেট বলেন, ‘জনস্বার্থে বাজার মনিটরিং নিয়মিত করা হবে।’