ভিজিএফের চাল জব্দের ঘটনায় আটক ২

মোঃ আহসান উল হক তুহিন: রংপুরের পীরগাছায় সাত বস্তা ভিজিএফের চাল আটক করে স্থানীয় জনতা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দু’জনকে আটক করে পুলিশে সোর্পদ করেন।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার ১ নং কল্যাণী ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বিকেল ৪টার দিকে দুই ব্যক্তি ভ্যানযোগে সাত বস্তা ভিজিএফের (অতিদরিদ্রদের জন্য বরাদ্দ ১০ টাকা কেজি দরের চাল) চাল নিয়ে যাচ্ছিল। স্থানীয় জনতার সন্দেহ হলে তারা ওই দুই ব্যক্তির কাছে কোন কাগজপত্র পায়নি। এ সময় তারা ওই স্থানে কুরবানীর পশুর হাট পরিদর্শনে যাওয়া ক্যাব রংপুরের প্রতিনিধি মো. আমিরুল ইসলাম রাজুর সহযোগীতা চাইলে তিনি তাৎক্ষণিক ইউএনও মো. শামসুল আরেফিনকে মোবাইল ফোনে বিষয়টি অবহিত করেন। ইউএনও ঘটনাস্থলে উপস্থিত হয়ে চাল জব্দ করে তাদের আরপিএমপি’র মাহিগঞ্জ থানার হেফাজতে নেন।

মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান কল্যাণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।