ভোক্তাকণ্ঠ ডেস্ক: নীলফামারীর সৈয়দপুরে ভেজাল খাদ্যসামগ্রী বিক্রির দায়ে চার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে সৈয়দপুর শহরের বাণিজ্যিক এলাকা শহীদ জহুরুল হক সড়কে (বিচালীহাটি রোডে) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।
জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে ভেজাল ও ক্ষতিকর শিশু খাদ্যসামগ্রী বিক্রি করে আসছিল ব্যবসায়ীরা। ভেজাল ওইসব খাদ্যে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ও বিএসটিআই-এর অনুমোদন নেই। অভিযান চালিয়ে ওই সড়কের মোক্তার স্টোরকে তিন হাজার, কামরান স্টোরকে দুই হাজার, ওয়াকার স্টোরকে দুই হাজার এবং ইমরান স্টোরকে তিন হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় সঙ্গে ছিলেন উপজেলা মাঠ পরিদর্শক কর্মকর্তা মহিবুর লোহানী, আবু সাইদসহ পুলিশ সদস্যরা।