আব্দুল মজিদ: পানি, চিনি, চুন, হাইডোজ, ফিটকারী ও বিষাক্ত রাসায়নিক দ্রব্য মিশিয়ে ভেজাল গুড় তৈরি করছিলেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের গাঁওপাড়া শামীম আহমেদ।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ওই কারখানায় অভিযান পরিচালনা করেন বাগাতিপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম অনন্যার ভ্রাম্যমাণ আদালত।
অপরাধ প্রমাণিত হওয়ায় কারখানার মালিক শামীম আহমেকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে এক লাখ ২০ হাজার টাকা মূল্যের সাড়ে ৫২ মণ ভেজাল আখের গুড় জব্দ করে বড়াল নদীর পানিতে ফেলে দেয়া হয়।
কিন্ত ওই কারখানার মালিক শামীম আহমেদকে ভেজাল গুড়গুলো নদীর দূষিত পানি থেকে তুলতে দেখা যায়। স্থানীয়দের বাধা উপক্ষো করে নদীর পানিতে ফেলে দেয়া গুড় বাজারজাতকরণের উদ্দেশ্যে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী।