ভোক্তাকণ্ঠ ডেস্ক: কক্সবাজারের রামুতে ১৭৫ বস্তা ভেজাল সার জব্দের ঘটনায় ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু মাসুদ ছিদ্দীকি।
তিনি বলেন, জব্দ করা ১৭৫ বস্তা সার নষ্ট করে ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কয়েকজন কৃষকের অভিযোগের ভিত্তিতে রামু চৌমুহনীর বিসিআইসির ডিলার সিরাজুল হকের গুদামে অভিযান চালানো হয়। সারের মান যাচাই করে মাটিযুক্ত ভেজাল দানাদার জৈব সারকে টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) সার বানিয়ে বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে সিরাজুলের গুদাম থেকে ১৭৫ বস্তা ভেজাল সার জব্দ করা হয়। পরে দুপুরে এসব ভেজাল সার নষ্ট করা হয়।
এ সার ধানে প্রয়োগ করলে কৃষকরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হতো বলে জানান এই কৃষি কর্মকর্তা।
ডিলার সিরাজুল হক দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ভেজাল সার বিক্রি করে আসছিল।