ভোক্তাকণ্ঠ ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবে মেয়াদোত্তীর্ণ ওষুধ, রিঅ্যাজেন্ট, প্যাথলজিক্যাল পরীক্ষার সরঞ্জাম ব্যবহারের দায়ে চার হাসপাতালকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার সন্ধ্যায় পৌর শহরের নিউ টাউন এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলার সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।
এ সময় ট্রমা মেডিসিন কর্ণারকে ১০ হাজার টাকা, সাঈদ-ইউসুফ মেমোরিয়াল হসপিটালকে ২০ হাজার টাকা, আল মাহিন ফার্মেসিকে ১০ হাজার টাকা, পদ্মা জেনারেল হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলার সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক বলেন, ট্রমা মেডিসিন কর্ণারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র পাওয়া যায়। সাঈদ-ইউসুফ মেমোরিয়াল হসপিটালে কয়েকটি টেস্টের মূল্য বাবদ বাড়তি টাকা নেওয়া হচ্ছে। যা ওই প্রতিষ্ঠানের মূল্য তালিকার সঙ্গে মিল নেই। আল মাহিন ফার্মেসিতে ফিজিসিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। পদ্মা জেনারেল হসপিটালে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন প্যাথলজিক্যাল পরীক্ষার রিঅ্যাজেন্ট ও মেয়াদোত্তীর্ণ ইনসুলিন পাওয়া যায়। ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী চার প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানগুলোর মালিকদের সর্তক করা হয়েছে।