ভোক্তাকণ্ঠ ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবে বিভিন্ন অপরাধে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত ভৈরব বাজার লঞ্চঘাট এবং রেলওয়ে স্টেশনের ভেতরের হোটেল-রেস্টুরেন্ট, মিষ্টির দোকান ও কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ।
জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করায় এবং মূল্য তালিকা না থাকায় হোটেল আহাদের মালিক শাহিন মিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি হোটেলটিকে সাময়িক ভাবে সিলগালা করে রাখা হয়েছে। এছাড়া একই কারণে বাদশা হোটেল মালিককে ১০ হাজার, নিরালা হোটেল মালিককে ১০ হাজার, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করায় শান মিষ্টি কারখানার মালিক সুজন মিয়াকে ৪০ হাজার এবং মিষ্টির দাম ও ওজনে প্যাকেটের মাধ্যমে কারচুপি করার দায়ে হানিফ মিষ্টান্ন ভাণ্ডারকে পাঁচ হাজারসহ মোট ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন ভৈরব উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর নাছিমা বেগম ও ভৈরব থানা পুলিশ সদস্যরা।