ভোক্তাকণ্ঠ ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবে মূল্যতালিকা না থাকায় সাত দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার দুপুরে উপজেলার ভৈরব বাজারে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বাজারের বিভিন্ন দোকানে মূল্যতালিকা না থাকায় ও রাস্তা দখল করে দোকান দেওয়ায় সাত দোকানিকে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় কাপড় পট্টি, মিষ্টি পট্টি এলাকায় কিছু স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় দুটি ব্যবসাপ্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৭০ কেজি মরিচ, ১০০ কেজি হলুদ ও ১০০ কেজি মসলা জব্দ করা হয়। পরে কারখানাটি সিলগালা করে জব্দ মালামাল ধ্বংস করা হয়েছে।