ভোক্তাকণ্ঠ রিপোর্ট: ভোক্তা অধিদপ্তরের নিয়মিত অভিযানে রংপুর নগরীর সদর উপজেলার বাজারে তদারকি অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর জেলা কার্যালয়।
এসময় ‘পীরু হোটেল’ ও ‘মুহিব স্টোর’ নামে দুই প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, হোটেলে মূল্য তালিকা মূল্য তালিকা টানানো নাই, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য সংরক্ষণ, অপরিষ্কার প্লেট, বাটি ইত্যাদীতে খাদ্য পরিবেশন, ময়লা কাগজে জিলাপী ও মিষ্টি ঢেকে রাখা হয়েছে। ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারার সুপষ্ট লঙ্ঘন পরিলক্ষিত হওয়ায় দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
তদারকি অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীন। তদারকিতে সহায়তা করে ক্যাব রংপুর ও সদর থানা পুলিশ।