মাইক্রোবায়োলজিস্ট ছাড়াই তৈরি হচ্ছে ঔষধ

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: ভোক্তা অধিদপ্তরের নিয়মিত অভিযানে রংপুর নগরীর রবার্টসঙ্গঞ্জ এলাকায় তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক সিনিয়র সহকারী সচিব জনাব মোঃ আজহারুল ইসলাম।

উক্ত অভিযনে কারখানা পরিদর্শন কালে দেখা যায়, সেখানে প্রস্তুতকৃত ঔষধে বিভিন্ন অনুজীব (ভাইরাস,ব্যাকটেরিয়া, ইত্যাদী)’র উপস্থিতি আছে কি না! তদারকি অভিযানে দেখা যায় পরীক্ষার জন্য ল্যাব এ কোনো মাইক্রোবায়োলজিস্ট নেই, পাশাপাশি পরীক্ষার জন্য মজুদ করে রাখা অসংখ্য রিং এজেন্ট এর মেয়াদ অনেক পূর্বেই শেষ হয়ে গেছে। এ ছাড়াও আরো নানা ধরনের ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে ঐ প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে ২০,০০০ টাকা আর্থিক জরিমানা ও পরবর্তীতে একই অপরাধ সংঘটন থেকে বিরত থাকার জন্য কঠোর ভাবে সতর্ক করা হয়।

অভিযানে তাকে সহায়তা করেন ক্যাব রংপুরের প্রতিনিধি,ডিএনসিআরপি এর কর্মকর্তা, ঐ প্রতিষ্ঠানের মালিক পক্ষের কর্মকর্তা সহ আরপিএমপি’র রিজার্ভ ফোর্স।