ভোক্তাকণ্ঠ ডেস্ক: মাদারীপুরে অনিয়মের অভিযোগে ১২ দোকানিকে মোট ৪৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।
তিনি বলেন, পুরানবাজারে অবৈধ প্রক্রিয়ায় খাবার উৎপাদন, পণ্যে মোড়ক ব্যবহার না করা, মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে আরএফসিকে তিন হাজার টাকা, নিউ মধুমিতা কনফেশনারিকে সাত হাজার টাকা, বরিশাল স্টোরকে পাঁচ হাজার টাকা, আবু আলম স্টোরকে দুই হাজার টাকা, ফকির চাঁদ ঘৃত ভান্ডারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
জান্নাতুল ফেরদৌস বলেন, এর আগে ইটেরপুল বাজার, চৌরাস্তা, কুলপদ্দি বাজারে মাইকিং করাসহ একটি প্রতিষ্ঠানকে চার হাজার টাকা, ওষুধের দোকানিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শিবচর উপজেলার পাঁচ দোকানিকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।