ভোক্তাকণ্ঠ ডেস্ক: ঈদকে সামনে রেখে নকল প্রসাধনী বিক্রির অপরাধে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নে তিনটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
আসাদুজ্জামান রুমেল বলেন, ভ্যাট ফাঁকি দিয়ে পণ্য বিক্রি ও নকল প্রসাধনী বিক্রির অপরাধে ভাড়ারিয়া ইউনিয়নের আয়েশা আবেদ কসমেটিকসকে ১৫ হাজার, ইভা ফ্যাশন অ্যান্ড কালেকশনকে ৫ হাজার ও সাজ কসমেটিকসকে ১০ হাজারসহ মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সার্বিক সহায়তা করেন সদর উপজেলা প্রশাসনের স্যানিটারি ইন্সপেক্টর ও ৩৬ আনসার ব্যাটালিয়ন।