ভোক্তাকণ্ঠ ডেস্ক: নওগাঁর মান্দায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় তিন দোকানিকে নয় হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার সকালে উপজেলার দেলুয়াবাড়ি বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শামীম হোসেন।
তিনি বলেন, দেলুয়াবাড়ি বাজারে অভিযানের সময় বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে হাজী স্টোরের মালিক জাহাঙ্গীরকে তিন হাজার টাকা, একই অপরাধে শরীফ ট্রেডার্সের মালিক শুকুরকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, অবৈধ যৌন উত্তেজক সিরাপ বিক্রয়ের অপরাধে শহিদুল ট্রেডার্সের মালিক শহিদুল ইসলামকে পাঁচ হাজার টাকাসহ সর্বমোট নয় হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়।
এ সময় উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক অলীক গোবিন্দ সরকার এবং মান্দা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।