ভোক্তাকণ্ঠ ডেস্ক: নির্দেশনা অমান্য করে সিজারিয়ান অপারেশন চালু রাখার অভিযোগে পঞ্চগড়ের দেবীগঞ্জে মায়া ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে সহকারী কমিশনার (ভুমি) গোলাম রব্বানী সরদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
তিনি জানান, ক্লিনিকটি লাইসেন্সের জন্য আবেদন করেই কার্যক্রম পরিচালনা করে আসছে। ক্লিনিক স্থাপন ও পরিচালনার জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় এবং সেই সঙ্গে ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৫২ এবং ৫৩ ধারার ব্যত্যয় ঘটায় ক্লিনিক মালিক আতাউর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ক্লিনিকের সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ৩১ মে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. রফিকুল হাসান মায়া ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমের নিবন্ধন না থাকায় সিজারিয়ান অপারেশন বন্ধ রাখার নির্দেশ দেন। কিন্তু কিছু দিন বন্ধ থাকার পর সিভিল সার্জনের নির্দেশ অমান্য করে কোন অনুমতি ও বৈধ কাগজ ছাড়াই পুনরায় সিজারিয়ান অপারেশন চালু করে ক্লিনিক কর্তৃপক্ষ।