ভোক্তাকণ্ঠ ডেস্ক: মুন্সীগঞ্জে নিষিদ্ধ ঘনচিনি বিক্রিসহ কয়েকটি অপরাধে এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে সদর উপজেলার রিকাবীবাজারে ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ এ অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, রিকাবীবাজার এলাকার বনিক স্টোরে অভিযান চালালে সেখানে নিষিদ্ধ ঘনচিনি ও জর্দার রংয়ের নামে নন ফুডগ্রেড ইন্ডাস্ট্রিয়াল রং বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। একইসঙ্গে প্রতিষ্ঠানটিতে পণ্য সামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি। এসব অপরাধে ওই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সদর উপজেলা স্যানিটারি পরিদর্শক মো. জামাল উদ্দিন মোল্লা উপস্থিত ছিলেন।