মুন্সীগঞ্জ জেলার লঞ্চঘাট থেকে ১৩ মণ (৫২০ কেজি) জাটকা (ইলিশ) জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার লঞ্চঘাট থেকে পরিত্যক্ত অবস্থায় এ জাটকা জব্দ করে নৌ-পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে জাটকার সাথে জড়িতরা পালিয়ে যায়।
মুক্তারপুর নৌ-পুলিশ স্টেশনের ইনচার্জ মো. লুৎফর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এসব জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকা স্থানীয় বিভিন্ন হাটবাজারে বিক্রির উদ্দশ্যে রাখা হয়েছিল। কাউকে আটক করা যায়নি। এসব জাটকার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। জব্দকৃত জাটকা মুক্তারপুর নৌ-পুলিশ স্টেশন থেকে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে বিতরণ করা হয়েছে। অভিযানে এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা টিপু সুলতান।
মৎস্য অফিস জানায়, ১ নভেম্বর থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত ২৫ সেন্টিমিটারের নীচে জাটকা শিকার ও বিক্রি নিষিদ্ধ। তাই বিভিন্ন হাট-বাজার ও নদীসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।