মোঃ আহসান উল হক তুহিন: রংপুরের নবাবগঞ্জ বাজারে ফলমূলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে তদারকি শুরু করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার দুপুরে অভিযান পরিচালনা করেন রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জনাব মোঃ আজাহারুল ইসলাম (সিনিয়র সহকারী সচিব)।
এ সময় অধিকাংশ প্রতিষ্ঠানে পণ্যের মূল্য অধিক হারে নিতে দেখা যায়।
আজাহারুল ইসলাম ওই সমস্ত ব্যবসায়ীদের এ বিষয়ে সতর্ক ও মানবিক হতে পরামর্শ দেন। মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে জরিমানাও করেন তিনি।
কৃষি বিপণন অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং মেট্রোপলিটন পুলিশের রিজার্ভ ফোর্স অভিযানে সহায়তা করে।
আজাহারুল ইসলাম বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশনায় পুরো রমজানে প্রতিদিন এ তদারকি অব্যাহত থাকবে।’