ভোক্তাকণ্ঠ ডেস্ক: নোয়াখালী সদর উপজেলার গ্রামীণ হাসপাতালের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার দুপুরে অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওছার মিয়া।
তিনি বলেন, ভোক্তাদের অভিযোগে গ্রামীণ হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় তাদের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। পরে সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।