মোঃ আহসান উল হক তুহিন: রংপুরের পীরগাছায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের জন্য মজুদ করায় তিন প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার সকালে উপজেলার নতুন বাজার এলাকায় জেলা ও বিভাগীয় কার্যালয়ের সমন্বিত দল অভিযান পরিচালনা করে।
অভিযানে পুরো দলের নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক সিনিয়র সহকারী সচিব মো. আজহারুল ইসলাম।
জেলা ও বিভাগীয় কার্যালয়ের পক্ষে দু’জন সহকারী পরিচালক এ অভিযানে তাকে সহায়তা করেন।
অভিযানে দিশ ডিপার্টমেন্টাল স্টোরে থরে থরে সাজানো মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের জন্য মজুদ পাওয়া যায়।
এছাড়াও, একটি কৃষি ও একটি ইলেকট্রনিক্স পণ্যের দোকানে মেয়াদোত্তীর্ণ বীজ ও টেম্পারিং করা বৈদ্যুতিক বাল্ব উদ্ধার করে তদারকি দল।
বিভিন্ন ভোক্তা-অধিকারবিরোধী কার্যকলাপের দায়ে ওই তিনটি দোকানের মালিককে মোট আট হাজার টাকা আর্থিক জরিমানা করেন তারা।
পরে ওই বাজারে হ্যান্ড মাইকের সাহায্যে স্থানীয় ব্যবসায়ী ও বাজারে আগত ভোক্তাদের ভোক্তা-অধিকার আইন সম্পর্কে অবগত করেন সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন।