মেহেরপুরের গাংনী উপজেলার করমদি বাজারে ইমদাদুল হক নামে এক ভুয়া দন্ত চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৩ জানুয়ারি) দুপুরে র্যাব-৬ এর একটি টিম ও ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাকে এ দণ্ডাদেশ প্রদান করেন।
অভিযান সূত্রে জানা যায়, ‘করমদি ডেন্টাল কেয়ার’ নামে একটি প্রতিষ্ঠান খুলে এমদাদুল হক চিকিৎসা দিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি তারেক আনামের নের্তৃত্বে একটি টিম ও ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। এ সময় তার কাগজপত্র পরীক্ষা করে ভুয়া প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজমুল আলম ওই দন্ত চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড প্রদান করেন।
এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার পারভেজ।