যমুনায় ধরা পড়ল ২৫ কেজির বাগাড়

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বাগাড়। রোববার (১৭ অক্টোবর) সকালে বাগাড় মাছটি উপজেলার গোবিন্দাসী ঘাটপাড় বাজারে ৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

জানা যায়, শনিবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার গাবসারার কালিপুর গ্রামের ইব্রাহীম মিয়া যমুনা নদীতে জাল ফেললে ধরা পড়ে বাগাড় মাছটি। স্থানীয় এক শিক্ষকসহ কয়েকজন মিলে মাছটি কিনে নিয়ে ভাগ করে নেন।

গোবিন্দাসী ঘাটপাড় মাছ বাজারের আড়তদার ইসলমাইল হোসেন জানান, মাছটি ওই জেলের কাছ থেকে ২৩ হাজার টাকায় ক্রয় করি। এরপর সেটি বিক্রির জন্য দাম হাঁকা হয় ৩০ হাজার টাকা। পরে দর কষাকষির পর মাছটি বিক্রি করা হয় ২৫ হাজার টাকায়।

ক্রেতা শিক্ষক আব্দুল লতিফ তালুকদার জানান, যমুনা নদীতে মাঝেমধ্যেই বাগাড় মাছ ধরা পড়ে। তবে এত বড় মাছ খুবই কম পাওয়া যায়। মাছ বাজার থেকে কয়েকজনে মিলে মাছটি নিয়ে ভাগ করে নিয়েছি।