মোঃ আহসান উল হক তুহিন: রংপুরে কামাল ষ্টোর নামক একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একইসঙ্গে মজুদকৃত মালামাল জব্দ করে ধংস করা হয়।
ক্যাব রংপুরের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত ৮ জুলাই (শুক্রবার) বেলা সাড়ে ১১টার দিকে সেখানে অভিযান চালান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীন।
জানা যায়, শিশুদের জন্য ভেজাল ও নিম্নমানের চকলেট, জুস, লিচি, সন্দেশসহ বিভিন্ন ধরনের মুখরোচক খাদ্য কামাল ষ্টোরের মালিক মো. কামাল হোসেন দীর্ঘদিন ধরে প্রভাবশালীর ছত্রছায়ায় বাজারজাত করে আসছিলেন। স্থানীয় ভাবে প্রতিকার না পেয়ে জনসাধারণ ক্যাব রংপুরকে বিষয়টি অবহিত করে। তদন্ত সাপেক্ষে ক্যাব রংপুর বিষয়টি ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের অভিযোগ করলে সহকারী পরিচালক আফসানা পারভীন তা আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা নেন।
অভিযানে সহায়তা করে রংপুর মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল ও ক্যাব রংপুর।
সহকারী পরিচালক আফসানা পারভীন ভোক্তাকণ্ঠ বলেন, ‘জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।